ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন : সিয়াম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ জানুয়ারি ২০২৩ , ১২:২৬ পিএম


loading/img
ফাইল ছবি

হালের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। দেশের গণ্ডি পেরিয়ে এবার পাড়ি জমিয়েছেন কলকাতায়। প্রথমবারের মতো ওপার বাংলার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা। তাই বর্তমানে সেখানেই সময় দিচ্ছেন তিনি।  

বিজ্ঞাপন

আগামী মার্চে ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। তাই তার আগে চিত্রনাট্য পড়া, ছবির লুক সেট ও চরিত্রের মহড়ার জন্য কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘শান’ খ্যাত এই অভিনেতা। ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন আয়ুশী তালুকদার।

বিজ্ঞাপন

সিয়াম বলেন, ছবির চরিত্রটি একেবারেই নতুন আমার জন্য। তাই শুটিং শুরুর আগেই রিহার্সাল করতে হচ্ছে এই অভিনেতাকে। তবে রিহার্সালে এতটুকু বুঝতে পারছি, বেশ মজা এবং আকর্ষণ রয়েছে চরিত্রটিতে। 

জানা গেছে, ছবিতে একজন সংগীতশিল্পীর চরিত্রে নিজেকে মেলে ধরবেন সিয়াম। তার চরিত্রের নাম ধ্রপদ। জীবনে বিভিন্ন ধরনের সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাকে। কলকাতা শহরের হোটেল, ক্যাফেগুলোতে গান করতে দেখা যায় ধ্রপদকে।  

বিজ্ঞাপন

অভিনেতা আরও বলেন, কলকাতায় এটা আমার প্রথম কাজ। তার আগে পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি। কলকাতার তরুণরা কি ধরনের গান শুনতে পছন্দ করে সেটা নিজের মধ্যে আয়ত্ব করার চেষ্টা করছি। যাতে চরিত্রটি নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারি। 

প্রসঙ্গত, সিয়াম-আয়ুশী ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন, পূজা চ্যাটার্জি,  প্রসেনজিৎ প্রমুখ। ছবিটির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং প্রযোজনা করছে কলকাতার শ্যাডো ফিল্মস। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |