ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

আমাকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দেওয়া হয় : নয়নতারা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:০৭ পিএম


loading/img

শোবিজে ‘কাস্টিং কাউচ’-এর প্রচলন পুরনো। বিভিন্ন সময় অনেক নামি তারকাও কাস্টিং কাউচের শিকার হয়েছেন। সেই মুহূর্তে সেসব খবর গোপন থাকলেও পরবর্তীতে প্রকাশ্যে এসেছে। এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা।

বিজ্ঞাপন

তার ভাষ্য, ‘একটি সিনেমায় আমাকে গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। আমি সাহস করে সেই প্রস্তাব ফিরিয়ে দিই। কারণ, আমি নিজের যোগ্যতায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রী হয়ে উঠেছি।’ তবে কে তাকে এমন কুপ্রস্তাব দিয়েছিলেন, সেটি প্রকাশ করেননি নয়নতারা।

বিজ্ঞাপন

নয়নতারাই প্রথম নন, এর আগে ২০২০ সালে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী আনুশকা শেঠি।

প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময়ে (৯ জুন) দক্ষিণী সিনেমার পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন নয়নতারা। বিয়ের চার মাসের মাথায় যমজ সন্তানের মা হন তিনি।

খুব শিগগির বলিউড বাদশার বিপরীতে পর্দায় হাজির হবেন নয়নতারা। পরিচালক অ্যাটলির ‘জওয়ান’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে নায়িকার। আপাতত সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |