ঢাকারোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

চঞ্চলকে মৃণাল রূপে দেখে উত্তাল নেটদুনিয়া!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:৩৭ পিএম


loading/img

যেকোনো চরিত্রকে বাস্তবের কাছাকাছি পৌঁছে দেওয়ার এক বিশেষ প্রতিভা রয়েছে শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরীর। বড় পর্দায় তিনি বরাবরই প্রশংসিত। বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ মৃণাল সেনের বায়োপিকে চঞ্চল চৌধুরীর লুক দেখে অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

বিজ্ঞাপন

মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে তার বায়োপিক নির্মাণ করছেন কলকাতার নামী পরিচালক সৃজিত মুখার্জি। সিনেমাটির নাম ‘পদাতিক’। এক মাসেরও বেশি সময় ধরে কলকাতায় সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত আছেন চঞ্চল চৌধুরী। ইতোমধ্যে সিনেমার সেট থেকে মৃণাল রূপে চঞ্চলের বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া। কেননা চঞ্চলের লুকে মৃণাল সেনের চেহারার অবিকল মিল খুঁজে পেয়েছেন তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মৃণাল রূপে চঞ্চলের কিছু ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। বন্ধুর এমন লুকে মুগ্ধতা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘তুই আর কি কি অনবদ্য অভিনয়, গেটআপে চমকে দিবি- সেই ভয়ে ভীত থাকি বন্ধু? তুই আমাদের অভিনয় জগতের এক অনন্য অহংকার, অন্যরকম ভালোবাসা! অপেক্ষায় আলোড়িত হচ্ছি রোজ, কবে দেখব তোর এবারের চমক! তোর অবিরাম সাফল্য কামনা করি।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |