ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

‘কাঁচাবাদাম’ গাইতে পারছেন না সেই ভুবন বাদ্যকর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ০৭:৩০ পিএম


loading/img

ভাইরাল ‘কাঁচাবাদাম’ গানটি নিয়ে কম হইচই হয়নি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব হয় এই গান। ভাইরাল হওয়া এই গানের সঙ্গে কোমর দুলিয়েছেন বড় বড় তারকারাও।

বিজ্ঞাপন

‘বাদাম বাদাম দাদা... কাঁচাবাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম...’ এমনই কথায় ভুবন বাদ্যকরের গাওয়া গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সেলিব্রিটি বনে গেছেন তিনি।

তারকাখ্যাতি পেয়ে কিনেছিলেন গাড়ি। তবে নিজের কেনা সেই সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। 

বিজ্ঞাপন

এদিকে দীর্ঘদিন ধরেই তার কোনো খোঁজ নেই। অবশেষে জানা গেল আড়ালে চলে যাওয়ার কারণ। ‘কাঁচা বাদাম’ গেয়ে ভাইরাল হওয়া ‘বাদাম’ শব্দটি উচ্চারণ করাও বারণ! অবিশ্বাস্য শোনালেও এটাই এখন বাস্তবতা। সম্প্রতি এ ব্যাপারে মুখ খুলেছেন।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘এ ব্যাপারে কথা বলতে গিয়ে প্রায় কেঁদে ফেলেন ভুবন বাদ্যকর। তিনি জানান, তাকে ঠকিয়ে ‘কাঁচাবাদাম’ গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে এক ব্যক্তি। এর জেরেই কপিরাইটের ঝামেলায় ফেঁসে এখন ‘বাদাম’ শব্দই উচ্চারণ করতে পারছেন না তিনি।

তিনি আরও বলেন, ‘যখন গান গাইছি, বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর গান বন্ধ (সরিয়ে) করে দিচ্ছে। কোনো জায়গায় গান গাইলেই এই সমস্যা। চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে। আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরেজি পড়তে জানি না। আমাকে এখন বলছে তোমার গান আমি কিনে নিয়েছি। ফোন করলে ফোনও তোলে না এখন।’

বিজ্ঞাপন

ভুবন বাদ্যকরের অজান্তেই তার গানের কপিরাইট কিনেছে অন্যজন। তাই ‘কাঁচাবাদাম’ গান গাওয়াই বন্ধ হয়েছে তার। নিজের গানের টাকা পাচ্ছেন না। অনুষ্ঠান করতে গেলেও তা বন্ধ হয়ে যাচ্ছে। রীতিমতো আর্থিক দুর্দশায় পড়েছেন এই শিল্পী।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করেন। ভাজা বাদাম নয়, কাঁচাবাদাম। ভাজা বাদামের অপকারিতা আর কাঁচা বাদামের উপকারিতা নিয়ে একটি গান বেঁধেছেন তিনি। এই গানের কথা যুক্ত হয়েছে টাকা ছাড়াও যার বিনিময়ে বাদাম বিক্রি করেন, যেমন ভাঙা মোবাইল, সিটি গোল্ডের পুরোনো জিনিস, মাথার চুল ইত্যাদি। গানের কথায় এসব বিষয় আর অদ্ভুত সুর তরুণরা ইন্টারনেটে পাওয়া মাত্রই লুফে নেয়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |