নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহু আলোচিত ছবি ‘শনিবার বিকেল’ নিয়ে জলঘোলা কম হয়নি। ইতোমধ্যে বেশকিছু আন্তর্জাতিক পুরস্কারও পেলেও বাংলাদেশের সেন্সর বোর্ডে আটকে যায় ছবিটি। অনেক জল্পনা-কল্পনা শেষে আলোর মুখ দেখছে ছবিটি তবে দেশে নয়, সুদূর আমেরিকায়।
আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’। ইতোমধ্যে আমেরিকা-কানাডার বিভিন্ন দোকানে ও দেয়ালজুড়ে দেখা যাচ্ছে ছবিটির পোস্টার।
শনিবার (৪ মার্চ) কয়েকটি ছবি পোস্ট করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারুকী। ওই ছবিগুলোতে দেখা গেছে, বিভিন্ন দোকানের দরজায়, দেয়ালে ও প্রেক্ষাগৃহের সামনে ‘শনিবার বিকেল’র পোস্টার টানানো হয়েছে।
জানা গেছে, ভারতের প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সহযোগিতায় আমেরিকায় ছবিটি পরিবেশনা করছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)।
ফারুকীর ওই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
সিনেমার পোস্টারের মতো এমন নস্টালজিক আর যাদুকরী কিছু আছে কিনা আমি জানি না। পাড়ায় পাড়ায় পোস্টার দেখে আমাদের রক্তে নাচন লাগতো। এখনও এতো বছর পরে এসেও, ইন্ডাস্ট্রিতে এতো দিন কাজ করার পরেও পাড়ার দোকানে-দোকানে, দেয়ালে-দেয়ালে পোস্টার আমার মনে সিনেমার নেশা ধরায়। সকাল সকাল এই ছবিগুলো পাঠানোর জন্য রিলায়েন্স এন্টারটেনমেন্টের সুমিত দাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আমার ছোটবেলায় টাইম ট্র্যাভেল করানোর জন্য।
ফারুকী আরও লেখেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির জন্য ‘শনিবার বিকেল’র প্রাথমিক হল তালিকা পেয়েছেন। তবে সেটি চূড়ান্ত করে সোমবার (৬ মার্চ) নাগাদ দর্শককে জানাতে চাই। সেই সঙ্গে জামাইকা মাল্টিপ্লেক্সসহ অনেক থিয়েটারে ছবিটির টিকিট লাইভও করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।