ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ওটিটিতে আসছে পাঠান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১২ মার্চ ২০২৩ , ০৯:০৮ এএম


loading/img

সারাবিশ্বে প্রশংসা কুড়িয়েছে শাহরুখ অভিনীত ‘পাঠান’। নানা সমালোচনার মধ্যেও রেকর্ড গড়েছে ছবিটি। দীর্ঘ বিরতির পর পর্দায় বোমা ফাটিয়ে ফের সাফল্যের চূড়ায় বলিউড বাদশাহ। 

বিজ্ঞাপন

রীতিমতো ছবিটি ঝড় তুলেছে বক্স অফিসে। ১০০০ কোটির ঘর ছাড়িয়ে গিয়ে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছেন ছবির নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। শোনা যাচ্ছে, প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতেও মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’।         

জানা গেছে, আগামী ২৫ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি। সেই সঙ্গে এতে সেন্সরকৃত দৃশ্যসহ পুরো ছবি দেখা যাবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, পাঠানের একটি দৃশ্য, যেটা প্রেক্ষাগৃহে চলাকালীন দেখানো হয়নি, হয়তো ওটিটিতে সেটা দেখা যাবে।  

চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ অভিনীত ‘পাঠান’। মুক্তির পর শুরু থেকে শেষ দিন পর্যন্ত হাউসফুল হলগুলো। এখনও অনেক হলেই চলছে ছবিটি। 

খবর : আনন্দবাজার 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |