ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

শাকিবের ‘অহংকার’ ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০১৭ , ০৭:১১ পিএম


loading/img

জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘অহংকার’ ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বুবলী ও তমা মির্জা।

বিজ্ঞাপন

ছবিটি পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন লিটন।

২০০৫ সালে ভারতের কান্নাড়া প্রদেশে মুক্তিপ্রাপ্ত ‘অটো সংকর’ ছবি থেকে নকলের অভিযোগ উঠেছে ছবিটি। এবারের ঈদে ছবিটি ১১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

বিজ্ঞাপন

ওই ছবির ট্রেইলারের সঙ্গে হুবহু মিলে গেছে অহংকার’র ট্রেইলার। ডায়লগ ও অন্যান্য বিষয়ে সাদৃশ্য পাওয়া গেছে। কপি রাইট ছাড়া এরকম হুবহু অনুকরণে ছবি নির্মাণকে সোজা ভাষায় নকল বলা হয়ে থাকে।

তবে পরিচালক লিটন এ নকলের দ্বায়ভার নিতে চাইছেন না। তিনি বললেন ভিন্ন কথা। কাহিনিকার হিসেবে ছিলেন এ ছবির প্রযোজক আব্দুল মাহবুব কাওসার। যদি তেমন কিছু ঘটে থাকে তাহলে পরিচালকের অগোচরে এসব হয়েছে। তিনি শুধু একটি গল্পের ওপরে ছবিটি নির্মাণ করেছেন।

‘অটো সংকর’র মতো ক্রেন্দ্রিয় চরিত্রে সিএনজি চালকের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। অন্যদিকে শিল্পা শেঠির চরিত্রে অভিনয় করেছেন আলোচিত নায়িকা বুবলী।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৫ সালে ভারতের কান্নাড়া প্রদেশে মুক্তি পায় ‘অটো সংকর’ ছবিটি। পরে তামিল ভাষায় ছবিটি ডাবিং করে ‘আনাভাক্কড়ি’ নামে মুক্তি পায়। পরবর্তীতে হিন্দি ভাষায় ডাবিং করে নাম রাখা হয় ‘শিল্পা দ্য বিগ ডন’। মালায়াম ভাষায় ডাবিং করে ছবিটি ‘সারাপ্পা সুন্দরী’ নামে মুক্তি পায়।

এইচএম      

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |