ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

গৃহকর্মীর নামে মামলা করলেন মনিরা মিঠু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ , ০৮:৩৩ পিএম


loading/img

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। রোববার (২ এপ্রিল) তার বাসায় চুরি হয়েছে। বাসা ফাঁকা থাকায় চুরি গেছে অভিনেত্রীর গয়না, টাকাসহ মূল্যবান সব জিনিসপত্র। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে খবরটি নিজেই জানিয়েছিলেন মনিরা মিঠু।   

বিজ্ঞাপন

সম্প্রতি ওই চুরির ঘটনায় গৃহকর্মী কনা বেগমের (৪০) নামে উত্তরা পশ্চিম থানায় নিজে বাদী হয়ে মামলা করেছেন এই অভিনেত্রী। ওই থানার ডিউটি অফিসার মো. রেজওয়ান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসায় চুরির ঘটনায় থানায় একটি মামলা করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। মামলাটি তদন্ত করছেন থানার এসআই হানিফ উদ্দিন মণ্ডল। আসামি কনা বেগম ময়মনসিংহ হালুয়াঘাটের বাসিন্দা। মামলার পর তাকে খোঁজা হচ্ছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।  

বিজ্ঞাপন

এর আগে, ২ এপ্রিল চুরির খবর জানিয়ে ফেসবুকে মনিরা মিঠু লিখেছিলেন, বাসার সবাই হাসপাতালে ছিল আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে গয়না, টাকাসহ সব চুরি হয়ে গেছে।

মেরুদণ্ড তো আমার একটাই, আল্লাহ তায়ালা সেই মেরুদণ্ডে অনেক শক্তি দিয়েছেন। আবার সব গড়ব, ইনশাআল্লাহ, আল্লাহ আমার ওপর সহায় হবেন, আল্লাহ ভরসা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |