ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ঈদের তৃতীয় দিন আরটিভিতে বিশেষ নাটক ‘এই পিরিতি সেই পিরিতি নয়’

কুদরত উল্লাহ

সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ , ১২:১৫ পিএম


loading/img

খুব ভোরেই স্টেশনে এসে নামে এক অদ্ভুত চরিত্রের লোক। নাম খোকা। লোকটি যে সত্যিই আসবে সেটা নিয়ে মিথিলার যথেষ্ট সন্ধিহান ছিল। অনেকেই আসে অনেকেই আসে না। এটা তার একটা গেম। ফেসবুকে প্রেমের ফাঁদে পড়ে তরুণীর সর্বনাশ। সংবাদ পত্রে এই জাতীয় খবর অহরহ পড়ে তার ভেতরে এ ধরনের একটি প্রবণতার সৃষ্টি হয়েছে। পরস্পরকে না দেখে ফেসবুকে অল্প দিনের পরিচয়ে যে সমস্ত ছেলেরা মেয়েদের দেখা পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে তাদেরকেই মূলত সে টার্গের করে। তারপর বাগে পেয়ে হেনস্তা তার ওপর তো সাইজিং আছেই। খোকা তাকে ফোন করতেই সে কলের পানি ছেড়ে দিয়ে খোকাকে মিথ্যে বলে যে, আপনি চলে এসেছেন? আমি তো হঠাৎ করেই কাল রাতে কক্সবাজার চলে এসেছি।

বিজ্ঞাপন

হিমছড়ির ঝরনার শব্দ শুনতে পাচ্ছেন? অবাক করার বিষয় হলো তাৎক্ষণিক খোকা কক্সবাজারের টিকেটও কেটে ফেলে বলে, আমিও আসছি। মিথিলা তাকে নিষেধ করে যে, প্রয়োজন নেই আমি আজই ফিরবো। অপেক্ষা করে খোকা দিন গড়িয়ে সন্ধা হলেই আবার ফোন। মিথিলা বলে চলে আসেন মধুখালী। এড্রেস অনুযায়ী একটা অটো নিয়ে ঘুরতে থাকে খোকা সাংঘাতিক বোকার মতো। এভাবে একের পর এক অভিনব কৌশলে খোকাকে চরকির মতো ঘুরাতে থাকে মিথিলা। এক পর্যায়ে অতিষ্ট হয়ে এলাকার ছেলে পুলে কে লেলিয়ে দেয় খোকার পিছনে

খোকা বুঝে যায় প্রথম পর্বটা তার এখান থেকেই শুরু। কারণ, এ রকম পরিস্থিতিতে সে বহুবার পড়েছে। তাই সর্বদা তার সঙ্গে ফাস্ট এইড বক্স থাকে। মার খায় সে। তারপরও নাছোড় বান্ধা। মিথিলা অবাক হয়। কারণ, তার শিকার যারা তারা এই পর্বের পরেই মার খেয়ে জান নিয়ে পালায়। কিন্তু এই চিড়িয়াটা তো অদ্ভুত। সে মুখোমুখি হয় প্রথম বারের মতো খোকার। অবাক মুগ্ধ নয়নে মিথিলাকে প্রথম বারের মতো দেখে রবীন্দ্রনাথের লাবন্য নামে ডাকে। প্রতি উত্তরে লাবন্য তাকে কালো, বেটে, কুৎসিক কদাকার বলে গালাগাল দেয়। বলে আপনি কীভাবে ভাবলেন যে আপনার মতো এক লোককে আমি ভালোবাসবো? আসলে দুজনের ফেসবুকের প্রোফাইল পিক টা তো অন্যকিছু ছিল।

বিজ্ঞাপন

অপমানে আনন্দিত হয়ে খোকা বলে এটাই আমার সুখ। মিথিলা অবাক হয়। খোকা মানুষকে প্রেমের কবিতা শুনায়। তার বিনিময় চাল, ডাল, আলু সংগ্রহ করে প্রেমিক মজনু মিয়ার টং দোকান থেকে ফ্রি তেল নিয়ে দোকানের পিছনেই রান্না করে খায়। এভাবেই চলে তার দিন যাপন। বাকিটা সময় মিথিলার পেছনে ঘুরে। মিথিলা অতিষ্ট হয়ে খোকাকে প্রশ্ন করে এতো অস্থির হয়ে কেন ঘুরছেন? খোকার উত্তর বিজ্ঞানীরা বলছে পৃথিবীও নাকি অস্থির হয়ে গেছে। পঞ্চাশ বছরের মধ্যে এবার নাকি দ্রুত ঘুরতেছে। আর সেতো মানুষ, প্রেমিক মানুষ।

এবার মিথিলা তার ভাই এলাকার কাউন্সিলর পদপ্রার্থী বাহাদুরকে জানায়। বাহাদুর তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হুমকি দেয়। পরদিন দেয়ালে চিকা মারা বাহাদুর ভাইকে ভোট দিন সেখানে বাহাদুরের হা-টা হাওয়া হয়ে যায়। টং দোকানে চা খেতে আসা মানুষকে খোকা বলে যে লোক একটা প্রেমের সম্পর্ককে হা বলে মেনে নিতে পারে না। তার তো হা বিসর্জন দেওয়াই উচিত। বাহাদুরের মেজাজ চরমে। হা-না হয়ে গেছে। এখন হয়েছে বাদুর বাইচান্স যদি রসুকার টাও নাই হয়ে যেত তাহলে? এবার ইচ্ছামতো সাঙ্গো-পাঙ্গো নিয়ে সাইজ করে খোকাকে। খোকা হাসপাতালে হুইল চেয়ারে। এত কিছুর পরও তার চলে না যাওয়া অবাক করে মিথিলাকে।

সে খোকার কাছে গিয়ে অনুতপ্ত হয়ে তাকে ভালোবাসার কথা জানায়। খোকা বাচ্চাদের মতো কান্না করে বলে তুমি একটা গাধী। কেন আসছো তুমি? খেলাটা তো শেষ হয়ে গেল। অবাক হয় মিথিলা। খোকা বলে একটা জিনিসের প্রতি আমার প্রবল আকর্ষণ থাকে। যখন সেটা পেয়ে যাই। তখন আমার কাছে আর সেটার কোনো মূল্য থাকে না। তুমি ছিলে আমার ৩২ নাম্বার। বাক্স পোটলা গুছিয়ে চলে যায় খোকা। পাথরের মতো দাঁড়িয়ে থাকে মিথিলা। নতুন একটা দিনে নতুন একটা স্টেশনে এসে নামে খোকা। সে ফার্স্ট এইড বক্সটা সঙ্গে। এবার ছুটবে ৩৩ নাম্বারের পেছনে।

বিজ্ঞাপন

এমনই গল্পে নির্মিত হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ঈদের বিশেষ নাটক ‘এই পিরিতি সেই পিরিতি নয়’। মোশাররফ করিমের গল্পে নাটকটির চিত্রনাট্য লিখেছেন ‘জুয়েল এলিন’। পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। নাটকটি ঈদের তৃতীয় দিন সোমবার (২৪ এপ্রিল) রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |