ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

‘ঘুম থেকে উঠে দেখি মুখেও মেহেদি’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ , ০২:৫৪ পিএম


loading/img

ছোট পর্দার নিয়মিত মুখ সাবিলা নূর। বর্তমানে গল্প-নির্ভর কাজ করছেন তিনি। ইতোমধ্যেই নিজের সাবলীল বাচনভঙ্গিতে নজর কেড়েছেন দর্শকদের। সংসার, অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। যেখানে প্রায়ই মজার ছলে দেন ব্যতিক্রমী স্ট্যাটাসও।

বিজ্ঞাপন

ঈদ আর মেহেদি দিয়ে হাত রাঙাবেন না, তা কি হয়? ঈদের আনন্দঘন দিনে হাতের মেহেদির নকশা যোগ করে ভিন্ন মাত্রা। হাতে মেহেদি লাগানোর মধ্য দিয়েই যেন ঈদের খুশির আমেজ শুরু হয়। চাঁদরাতে হাতে মেহেদি লাগানোর প্রচলন অনেক আগে থেকেই রয়েছে।

অভিনেত্রী সাবিলা নূর সময় নিয়ে মেহেদিতে হাত রাঙিয়েছেন। তবে রাত গভীর হওয়ায় একসময় সেই মেহেদি লাগানো হাতেই ঘুমিয়ে পড়েন। অবশেষে যা হওয়ার তাই। ঘুমের ঘোরে মেহেদি লেগে যায় মুখে।

বিজ্ঞাপন

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে জানা সাবিলা নূর নিজেই। মজার ছলেই দেওয়া এই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘হাতে মেহেদি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি মুখেও মেহেদি।’

এদিকে, আরেকটি পোস্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সাবিলা নূর। এর ক্যাপশনে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন এভাবে- ‘সবাইকে ঈদ মোবারক’। সঙ্গে জুড়ে দেন ফুল, তারা আর লাভ ইমোজি।

প্রসঙ্গত, সাবিলা নূর বর্তমাসে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। রোজা রেখেই ঈদের নাটকের কাজ করছেন তিনি। এবার ঈদে তার ১০-১২ টি নাটক প্রচার হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |