ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

এফডিসিতে তারকাদের প্রিয় সেই ঝালমুড়ি বিক্রেতা আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ মে ২০২৩ , ০৩:৪২ পিএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ঝালমুড়ি বিক্রি করতেন আবদুল মান্নান মোল্লা। তারকাদের খুব প্রিয় একজন মানুষ ছিলেন তিনি। তবে সবাইকে কাঁদিয়ে সোমবার (৮ মে) রাত ১০টা ৩০ মিনিটে কুমিল্লার মনোহরগঞ্জ থানার মির্জাপুর গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই প্রিয় মানুষটি। গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন সাংবাদিক মাজহার বাবু।

বিজ্ঞাপন

জানা যায়, ১৯৭২ সাল থেকে এফডিসিতে মুড়ি বিক্রি করে আসছেন। রাজ্জাক, শাবানা, আলমগীর, মান্না, সালমান শাহ থেকে শুরু করে এ সময়ের সব তারকা ও এফডিসির কলাকুশলীরা তার ঝালমুড়ি খেয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালে এফডিসি ছেড়ে নিজের বাড়িতে চলে যান মোল্লা। তখন অর্থাভাবে ফিরতে পারছিলেন না বাড়ি। তার সেই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন একদল তরুণ সাংবাদিক। আয়োজন করেন মোল্লাকে বাড়ি ফেরানোর উৎসব। সেই উৎসবে তারকারা তাকে আর্থিক সহযোগিতা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |