ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

হুমকির মুখে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার প্রযোজক 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ মে ২০২৩ , ০৭:৪৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মুক্তির পর থেকেই নানান বিতর্কের মুখে পড়েছে ‘দ্য কেরালা স্টোরি’। ইতোমধ্যেই পশ্চিমবঙ্গে সিনেমাটি বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হুমকির মুখে পড়েছেন সিনেমাটির প্রযোজক। সম্প্রতি এমনটাই জানিয়েছেন অভিনেত্রী আদাহ শর্মা।    

বিজ্ঞাপন

তিনি বলেন, বারবার হুমকি পাচ্ছেন আমাদের সিনেমার প্রযোজক। তাকে ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। গোটা ঘটনাটাই বেশ ভয়ংকর। তবে সারা বিশ্বে এত ভালোবাসা পাচ্ছি, মনে হচ্ছে একটা অদৃশ্য চাদর রয়েছে চারপাশে। যা আমাকে এবং সিনেমার সংশিষ্ট সবাইকে রক্ষা করছে।

তবে এ সব বিতর্কের মাঝেই দুর্ঘটনার কবলে পড়েন সিনেমার অভিনেত্রী আদাহ শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন। যদিও পরে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছিলেন, বর্তমানে সুস্থ রয়েছেন তিনি, বড় কোনো বিপদ হয়নি তার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৬ সালে উত্তর কেরালার ২১ জন মেয়ের গায়েব হয়ে গিয়েছিল। মূলত সেই বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘দ্য কেরালা স্টোরি’র গল্পটি সাজিয়েছেন নির্মাতা সুদীপ্ত সেন। হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |