ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সৃজিতের ওয়েব সিরিজের শুটিংয়ে বিপত্তি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩১ মে ২০২৩ , ১১:০৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বর্তমানে ব্যোমকেশ ওয়েব সিরিজের শুটিং করতে মধ্যপ্রদেশে অবস্থান করছেন খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। কিন্তু শুটিংয়ে কিছু স্টক ফুটেজ নিতে গিয়েই ঘটল বিপত্তি! রীতিমতো মৌমাছির আক্রমণের কবলে পড়েছে তার ইউনিট!  

বিজ্ঞাপন

বুধবার (৩১ মে) জঙ্গলের মধ্যে শুটিং গিয়ে এই ঘটনার শিকার হয়েছেন পুরো টিম।    

জানা গেছে, শুটিংয়ে সব ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই একটা মৌমাছির দল ধেয়ে আসে ইউনিটের দিকে। সৃজিত এবং সিরিজের ডিওপি সৌমিক হালদারসহ টিমের একাধিক ব্যক্তি মৌমাছির কামড়ে ব্যাপক ক্ষতবিক্ষত হয়েছেন! রীতিমতো নির্মাতার কানে হুল ফুটিয়েছে মৌমাছি। সৌমিকের অবস্থা আরও গুরুতর। ইউনিটের আরও কয়েকজনের অবস্থাও বেশ নাজেহাল।  

বিজ্ঞাপন

তবে শোনা যাচ্ছে শুধু মৌমাছি নয়, বাঘসহ আরও কিছু হিংস্র পশুর উপদ্রবও রয়েছে সেই জঙ্গলে। সব সামলে ওয়েব সিরিজের শুটিং করা যেন অ্যাডভেঞ্চার পরিণত হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে মাসে মুক্তি পাবে সৃজিতের 'ব্যোমকেশ'। এতে মূল ভূমিকায় অভিনয় করেছে অনির্বাণ ভট্টাচার্য। এ ছাড়া আরও রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং সোহিনী সরকার। 

সূত্র : আনন্দবাজার 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |