ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশে আসছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, ভারত যাচ্ছে ‘কসাই’ 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ , ০৯:৩১ এএম


loading/img
ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় দেশের প্রেক্ষাগৃহে শাহরুখ অভিনীত সিনেমা ‘পাঠান’ প্রদর্শিত হয়। এবার বাংলাদেশে আসছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। আর এর বিনিময়ে ভারত যাচ্ছে ‘কসাই’।

বিজ্ঞাপন

ইতোমধ্যে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে আসার অনুমতি পেয়েছে। সিনেমাটির অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছিল আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স। বুধবার (৩১ মে) সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। 

আমদানিকারক প্রতিষ্ঠান বিষয়টি জানিয়ে জানান, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা আমদানির পরিবর্তে বাংলাদেশ থেকে অনন্য মামুন নির্মিত ‘কসাই’ যাবে ভারতে।   

বিজ্ঞাপন

চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে হিন্দি চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। তবে বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

ফরহাদ সামজি নির্মিত এ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। এ ছাড়া এতে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে রাম চরণকে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |