চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলা বাতিল হবে কি না, এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৮ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চে অভিনেত্রীর এই মামলা বাতিলসংক্রান্ত শুনানি হয়।
এ দিকে পরীমণির এই মামলার এজাহার ও চার্জশিটে গরমিল রয়েছে, এমন চার যুক্তিতে এ মামলা বাতিলের দাবি তুলেছেন তার আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
এ প্রসঙ্গে তিনি বলেন, চিত্রনায়িকা পরীমণিকে আটকের প্রায় ২৩ ঘণ্টা পর তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। সেই সঙ্গে জব্দকৃত মাদকে অ্যালকোহলের পরিমাণ ৪০ শতাংশের কথা উল্লেখ করা হলেও এর কেমিক্যাল রিপোর্ট বলছে, তাতে ১১-১২ শতাংশ অ্যালকোহল ছিল। এ ছাড়া পরীমণির গাড়িতে করে মাদক বহনের বিষয়টিও গ্রহণযোগ্য নয়।
চিত্রনায়িকার আইনজীবী আরও বলেন, পরীমণির মাদকের লাইসেন্স ছিল। কিন্তু মহামারি করোনার কারণে লাইসেন্সের নবায়ন হয়নি। মামলাটি হয়েছে এক মাস পর। ওই এক মাস তার লাইসেন্সের নবায়ন ছিল না। সে সময় করোনার কারণে কোনো কার্যক্রম পরিচালনা হতো না।
এ দিকে মামলা বাতিলের পাল্টা জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ২০২০ সালের জুন মাসে মাদক গ্রহণের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয় পরীমণির। ঘটনাটি ঘটেছে এক বছরেরও বেশি সময় পরে এসে। এ ক্ষেত্রে তার বিরুদ্ধে করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলার আর কোনো সুযোগই নেই।
প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট মাদক মামলায় গ্রেপ্তার করা হয় চিত্রনায়িকা পরীমণিকে। এদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায় অভিনেত্রীর বনানীর বাসা থেকে মদ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। প্রায় এক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান এই অভিনেত্রী। তবে বর্তমানে মামলাটির বিচারকাজ নিম্ন আদালতে স্থগিত রয়েছে।