সন্তানের কাঁধে যতক্ষণ বাবার হাত থাকে, ততক্ষণ যেন পৃথিবীর সবকিছুই অর্জন করা সম্ভব। কিন্তু যাদের বাবা নেই, শুধু তারাই জানে তার পৃথিবীটা কতটা অন্ধকার। সে কতটা একা। বাবা না থাকা মানে, বটবৃক্ষের ছায়াটাও যেন কোথায় হারিয়ে যায়। ‘বিশ্ব বাবা দিবস’-এ বাবাহীন সেই জীবনের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
রোববার (১৮ জুন) বাবা দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুকে তার বাবার একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা।
পাঠকদের জন্য চঞ্চলের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার, বিবর্ণ, যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে।
বাবা দিবস এ বছর থেকে আমার কাছে চোখের নোনা জলে ভেসে যাওয়া সমুদ্র, অকুল পাথার, বাবার ডাকে আর্তনাদ করা সন্তানের হাহাকার।
সাদা কফিনে মোড়া বাবার বয়ে নেওয়া শরীরটা যখন চিতার আগুনে পোড়ে দাউ দাউ করে, অথবা কবরের অন্ধকারে চিরতরে বাবাকে রেখে আসে কোনো সন্তান, আমৃত্যু দেখা হয় না পিতা আর সন্তানের, তার কাছে বাবা দিবস কতটা বেদনার, সেটা আর কেউ জানে না।
ইহলোক বা পরলোকে সকল বাবা শান্তিতে থাকুন, এই প্রার্থনা করি। সকল বাবার প্রতি শ্রদ্ধা।