বর্তমানে নাটকেও অশ্লীলতা ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রিয়াজ। সেই সঙ্গে প্রয়োজনে এসব অশ্লীলতা প্রতিরোধ করতে কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার (১৭ জুন) শিল্পকলা একাডেমিতে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে নাটকে অশ্লীলতার আগ্রাসন ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হয়ে এসব কথা বলেন রিয়াজ।
অভিনেতা বলেন, সন্ধ্যার পর এফডিসি গেলে ভয় লাগে। এসবের পেছনে অশ্লীলতা দায়ী। এখন নাটকেও অশ্লীলতা ঢুকে গেছে।
রিয়াজ আরও বলেন, বর্তমানে নাটকে যেভাবে সবাই কাপড় খুলছে, কদিন পর চামড়া খোলা ছাড়া আর কিছু বাকি থাকবে না। নাটকে সরকারি হস্তক্ষেপ নয়, পরিচালকদের হস্তক্ষেপ বেশি দরকার। অশ্লীলতা নিয়ন্ত্রণে দরকার হলে কঠিন পদক্ষেপ নিতে হবে আমাদের।
অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, সব জায়গা নষ্ট হয়ে গেছে। দুর্নীতি দিয়ে ভরে গেছে। কদিন পর টাকা ছাড়া লিফটেও ওঠা যাবে না। টিভি চ্যানেলগুলো এখন রাক্ষস হয়ে গেছে। ভিউয়ের নামে এখন প্রতিদিন তাদের খাদ্য দরকার হয়। সব অদক্ষ এসব দখল করে আছে।
ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরার সভাপতিত্বে এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অভিনেত্রী নাজনীন হাসান চুমকী, নাট্যকার সংঘের সভাপতি হারুন রশীদ, প্রযোজক মনোয়ার পাঠানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।