ঢাকা

নতুন ব্যবসায় নামলেন রচনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ জুলাই ২০২৩ , ০৩:১৫ পিএম


loading/img

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। বর্তমানে অভিনয়, উপস্থাপনা, সংসার সব সামলানোর পাশাপাশি নিজের ব্যবসাও দেখছেন তিনি। কয়েক বছর আগে শাড়ির ব্যবসা শুরু করেন রচনা। এবার নতুন ব্যবসায় নেমেছেন এই অভিনেত্রী।   

বিজ্ঞাপন

‘রচনা কেয়ার’ নামে বাজারে বিউটি প্রোডাক্ট এনেছেন তিনি। সম্প্রতি হয়ে গেল অভিনেত্রীর এই বিউটি প্রোডাক্টের উদ্বোধনী অনুষ্ঠান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অনুষ্ঠানের কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি।  

জানা গেছে, আপাতত বাজারে ৬টি প্রোডাক্ট এনেছেন রচনা। যার মধ্যে রয়েছে- ডে ক্রিম, নাইট ক্রিম, ফেসওয়াশ, অ্যালোভেরা জেলের মতো বিউটি প্রোডাক্ট। সেই সঙ্গে বাজারের পাশাপাশি অনলাইনেও কিনতে পারবেন প্রোডাক্টগুলো।

বিজ্ঞাপন

প্রোডাক্টগুলোর সম্পর্কে রচনা বলেন, একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই প্রোডাক্টগুলো। তাই ত্বকের ক্ষতি হওয়ার প্রশ্নই ওঠে না। সব বয়সের মানুষই এই প্রসাধনীগুলো ব্যবহার করতে পারবেন।    

এর আগে, শাড়ির ব্যবসা শুরু করার সময় রচনা জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। গেল ২০ বছর ধরা আপনাদের জন্যই আমি আজ রচনা ব্যানার্জি হয়েছি।

আপনাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে আমি কেন শাড়ি বিক্রি করছি? কেন আমি বুটিক খুললাম? এর মূল কারণ হলো, আমাকে অনেকেই বলেছিলেন অভিনয়, দিদি নাম্বার ওয়ান, ছেলেকে মানুষ করা এবং সংসারের পাশাপাশি এমন কিছু করতে যাতে, সাধারণ মানুষদের সঙ্গে আরও বেশি যোগাযোগ স্থাপন করতে পারি। আর সেই কারণেই অনলাইনে শাড়ির ব্যবসা শুরু করেছি।   

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বড় পর্দা থেকে ছোট পর্দায় এসে জনপ্রিয়তা যেন দ্বিগুণ করে ফেলেছেন রচনা। তবে শাড়ির ব্যবসা করায় ব্যাপক কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল এই অভিনেত্রীকে। তবে সেসবকে কখনই পাত্তা দেননি তিনি। বরং নিজের ছন্দেই এগিয়ে গেছেন রচনা।   
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |