ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সে যা করতে বলেছে তাই করেছি, দুই ঘণ্টা পর ৫ হাজার টাকা দিয়েছে : বাপ্পি (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৬ জুলাই ২০২৩ , ০৯:৫১ পিএম


loading/img

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ক্যারিয়ারে খুব অল্প সময়ের মধ্যেই অভিনয়ে নিজের দক্ষতা প্রমাণ করে পরিচিতি লাভ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রথম পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন বাপ্পি। অভিনেতা জানান, প্রথম পারিশ্রমিক পেয়ে ভীষণ খুশি ছিলেন তিনি।  

বিজ্ঞাপন

বাপ্পি বলেন, আমার জীবনের প্রথম ইনকাম ছিল পাঁচ হাজার টাকা। ডিরেক্টর তারিক আহমেদের পরিচালনায় ছোট্ট একটি বিজ্ঞাপন করতে ঢাকায় এসেছিলাম আমি। তিনি ফেসবুকে আমার ছবি দেখে আমাকে ডেকেছিলেন। বিজ্ঞাপনের শুটিংয়ের সময় সে আমাকে যা করতে বলেছিল, আমি সেটাই করেছিলাম।  

শুটিং শেষ হওয়ার ২ ঘণ্টা পরে সে আমাকে ৫ হাজার টাকা দিয়েছিলেন। এটা ছিল আমার জীবনের প্রথম ইনকাম এবং ওই সময়ে প্রথম পারিশ্রমিক পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম। মূলত এরপর থেকেই মিডিয়ার প্রতি আমার আগ্রহ বেড়ে যায়। যে এটা মজার, দুই/তিন ঘণ্টায় অনেক টাকা কামানো যায়। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি।   

বিজ্ঞাপন

অভিনেতা বলেন, আমি খুব ভালো রান্না করতে পারি। কারণ, আমি আমার বাবা-মাকে কোনো দিন বলি না যে, খেয়ে আসিনি। আমি সব সময় বলি খেয়ে এসেছি এবং আমি বাসার নিচেই আছি। কারণ, তারা আমার জন্য না খেয়ে থাকেন, টেনশন করেন। আর আমার একটু দেরীতে খাওয়ার অভ্যাস। বাসায় ঢুকেই আমি মজার মজার রান্না করার চেষ্টা করি। রান্না শেষে মুভি দেখে দেখতে খাবারটা এনজয় করি। তারপর ঘুমিয়ে যাই আমি।    

রান্নার প্রসঙ্গে চিত্রনায়ক বলেন, আমি নুডুলস, ফিস, চিকেন অনেক কিছুই রান্না করতে পারি। অনেক সময় দেখা যায় যে, বাসায় কেউই থাকে না, তখন আমি নিজেই রান্না করে নিয়ে যাই। কারণ, আমি বাইরের খাবার কম খাই। সো রান্না করে সারাদিন গাড়িতে বসে ঘুরে ঘুরে খাই।   

রাস্তায় অসহায় মানুষদের সঙ্গে সময় কাটাতে ভীষণ পছন্দ করেন বাপ্পি। এ প্রসঙ্গে তিনি বলেন, রাস্তায় গাড়িতে বসেই ফ্রি সময়টা কাটে আমার। আমি ঘুরতে অনেক পছন্দ করি। রাস্তায় ঘুরে ঘুরে অসহায় মানুষদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। আজকে আমি বাপ্পি হয়েছি তাদের জন্যই। সো এই বিষয়টা আমি খুবই এনজয় করি। তাদেরকে সাপোর্ট করা আমার দায়িত্ব। শুধু তাই নয়, তাদেরকে সঙ্গে নিয়ে আমি খেতেও ভালোবাসি।  

বিজ্ঞাপন

নিজের কাজের প্রসঙ্গে অভিনেতা বলেন, আমি কাজ দিয়েই আপনাদের সঙ্গে থাকতে চাই। কোনো ভাইরাল ইস্যু দিয়ে না। আমার যখন কাজ আসবে, তখন আমাকে আপনারা পর্দায় দেখতে পাবেন। আমি আপনাদেরকে এতোটুকু কথা দিচ্ছি নিন্দুক কিছু করব না। যা করব ভালো কিছুই করব। সেই সঙ্গে দর্শকদের ভালোবাসাও কামনা করেন তিনি।   

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |