বর্তমানে হরহামেশাই তারকাদের সংসার ভাঙার খবর শোনা যায়। দিন দিন যেন তারকাদের দাম্পত্য জীবনের কলহ বেড়েই চলেছে। এবার দীর্ঘ ১১ বছরের ঘর ভাঙল অস্কারজয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যানের।
ড্যারেন অ্যারোনফস্কি নির্মিত সিনেমায় ‘ব্ল্যাক সোয়ান’-এ কাজ করার সময় পরিচয় হয় ফরাসি নৃত্যশিল্পী বেঞ্জামিন মিলপিডের সঙ্গে। সেই পরিচয় রূপ নেয় বন্ধুত্বে ও ভালোবাসায়।
অবশেষে ২০১২ সালে নিজেদের সর্ম্পককে স্থায়ী করতে বিয়ে করেন নাটালি ও বেঞ্জামিন। আলেফ ও আমালিয়া নামের দুই সন্তান রয়েছে তাদের সংসারে।
সূত্রের প্রতিবেদন অনুযায়ী, নাটালি-বেঞ্জামিনের সর্ম্পকে তৃতীয় ব্যাক্তির আগমন হয়েছে। মাসখানেক আগে আবহাওয়াকর্মী ক্যামিল এটিয়েনের সঙ্গে বেঞ্জামিনের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে ২৫ বছরের ওই তরুণীর সঙ্গে প্রেমের বিষয়টি প্রথম গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছিলেন নাটালি। এমনকি বেঞ্জামিনের সাময়িক ভুল ক্ষমা করে সংসারেও মন দিতে চেয়েছিলেন এই অভিনেত্রী।
কিন্তু এরপরেও নিজেকে কোনোভাবেই শুধরাতে পারেননি বেঞ্জামিন। একাধিকবার নাটালির বিশ্বাস ভেঙেছেন তিনি। তাই এই অসুস্থ সম্পর্ক থেকে মুক্তি পেতেই বিচ্ছেদের পথে হাঁটছেন অস্কারজয়ী এই তারকা। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নাটালি।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নাটালি। সেই অনুষ্ঠানে অভিনেত্রীর হাতে তার বিয়ের আংটি দেখা যায়নি। মূলত এরপর থেকেই গুঞ্জন আরও জোড়ালো হলো যে বিচ্ছেদের পথেই হাঁটছেন নাটালি-বেঞ্জামিন।
সূত্র : ইউএস উইকলি