ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

নির্মাতা পর্দায় গল্পটিকে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করেছেন : সজল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ , ১২:৫২ পিএম


loading/img

বর্তমানে বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে হৃদি হকের পরিচালনায় তার অভিনীত সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’। সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে সিনেমার নানান বিষয় নিয়ে কথা বলেছেন সজল।

বিজ্ঞাপন

তিনি জানান, পর্দায় সিনেমার গল্পটিকে নির্মাতা একেবারেই ভিন্নভাবে উপস্থাপন করেছেন। ‘১৯৭১ সেইসব দিনে’র গল্পটি অসাধারণ।     

সজল বলেন, ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমাটি ড. এনামুল হকের লেখা একটি মুক্তিযুদ্ধের গল্প। এটি মূলত একটি পরিবারের গল্প। সত্যি বলতে, অসাধারণ একটি গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন হৃদি হক। এতে আমার চরিত্রের নাম রঞ্জু। সবচেয়ে বড় কথা সিনেমাটির শুটিং শুরুর আগে দীর্ঘদিন রিহার্সেল করেছি আমরা। সবারই চেষ্টা ছিল সেরাটা দেওয়ার।

বিজ্ঞাপন

অভিনেতা আরও বলেন, পর্দায় সিনেমার গল্পটিকে নির্মাতা একেবারেই ভিন্নভাবে উপস্থাপন করেছেন। মুক্তিযুদ্ধের গল্পগুলো আমরা যেভাবে দেখি তার বাইরে গিয়ে নির্মাতা সেই সময়ের একটি পরিবারের হাসি-কান্না, মায়া ফ্রেমবন্দি করেছেন।

সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটিতে হৃদি হক নিজেও অভিনয় করেছেন। সিনেমায় বীথি চরিত্রে অভিনয় করেছেন হৃদি। তার বিপরীতে ফেরদৌস অভিনয় করেছেন সঞ্জু নামক একজন শিক্ষকের চরিত্রে।

উল্লেখ্য, সিনেমাটিতে সজল, ফেরদৌস, হৃদি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্রোপাধ্যায়, লিটু আনাম, তারিন জাহান, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, জুয়েল জহুর, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |