ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

অভিনেতা তারিক স্বপনের মা আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২০ আগস্ট ২০২৩ , ০৫:০৫ পিএম


loading/img
তারিক স্বপন ও আফরোজা বেগম লিলি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তারিক স্বপনের মা আফরোজা বেগম লিলি মারা গেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৯ আগস্ট) শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করার পরে না ফেরার দেশে পাড়ি জমালেন এই অভিনেতার মা। এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন স্বপন নিজেই। মাকে হারিয়ে ভেঙে পড়েছেন তারিক স্বপন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগামাধ্যমে এক পোস্টে তিনি বলেন, উফ মা! আমাদের রেখে চলেই গেলে! আর কোনোদিনই তোমার সঙ্গে দেখা হবে না, কথা হবে না। মা বলে তোমাকে ডাকতে পারব না। এই পৃথিবীর দ্বিতীয় কেউ তুমি ছাড়া তোমার সন্তানের কষ্ট অনুভব করবে না। এই নির্মম নিষ্ঠুরতার জীবন নিয়ে কেন যে আমরা পৃথিবীতে আসি!

তারিক স্বপনের মায়ের মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনের অনেকে সমবেদনা জানিয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |