ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বিয়ে করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত হাবু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ , ০৫:৪৫ পিএম


loading/img

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন চাষী আলম। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা। পারিবারিকভাবে বিয়ে করছেন তিনি।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ আগস্ট) বিয়ে করছেন চাষী আলম। আজ রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে অভিনেতার গায়ে হলুদের অনুষ্ঠান। 

নাম প্রকাশ না করার শর্তে চাষী আলমের এক আত্মীয় গণমাধ্যমে বলেন, আজ বনানীর একটি রেস্তোরাঁয় অভিনেতার গায়ে হলুদের অয়োজন করা হয়েছে। আগামীকাল বিয়ে।

বিজ্ঞাপন

শোবিজ অঙ্গনের সূত্র হতে জানা গেছে, পরিবার ও শোবিজ অঙ্গনের অনেকেই অংশ নেবেন তার হলুদের অনুষ্ঠানে। তবে বিষয়টি নিয়ে এখন কেউ কথা বলতে চাচ্ছেন না। 

এবার ঈদে মুক্তি পায় চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক। যা ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল বেশ কয়েক দিন। ওই নাটকগুলোর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি নির্মিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |