ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

তবে কি বাবার পথেই হাঁটবেন পবন কল্যাণের পুত্র?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ , ১০:১০ এএম


loading/img

বেশির ভাগ তারকাদের সন্তানরা বাবা-মায়ের দেখানো পথেই হাঁটেন। ক্যারিয়ার গড়েন শোবিজে। আবার এর ভিন্নতাও ঘটে। বাবা-মায়ের কাজকে অনুসরণ না করে বেছে নেন ভিন্ন প্রফেশন। গুঞ্জন উঠেছে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণের পুত্র আকিরা চলচ্চিত্রে পা রাখছেন।    

বিজ্ঞাপন

পবন কল্যাণ-রেনু দেশাইয়ের পুত্র আকিরা নন্দন। তার বয়স এখন ১৯। গত কয়েক বছর ধরে গুঞ্জন উড়ছে, চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে আকিরার। যদিও এখন পর্যন্ত সেটা গুঞ্জনেই আটকে আছে।

সম্প্রতি তেলেগু সিনেমার নির্মাতা রাঘবেন্দ্র রাও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে পরিচালকের সঙ্গে দেখা যায় আকিরাকে। মূলত এরপরেই খবর ছড়ায় এই নির্মাতার হাত ধরে বড় পর্দায় পা রাখবেন তিনি।

বিজ্ঞাপন

নেটমাধ্যমে বিষয়টি নিয়ে জোর চর্চা হলেও নিশ্চুপ রয়েছেন পরিচালক রাঘবেন্দ্র। তবে তিনি মুখ না খুললেও মুখ খুলেছেন পবনের প্রাক্তন স্ত্রী অর্থাৎ আকিরার মা রেনু দেশাই।

ইনস্টাগ্রাম স্টোরিতে রেনু দেশাই বলেন, এখন পর্যন্ত আকিরা অভিনয় কিংবা নায়ক হতে আগ্রহী নয়। ভবিষ্যতে কি হবে সেটা জানি না। সুতরাং ইনস্টাগ্রামের কোনো পোস্ট নিয়ে অনুমান নির্ভর কথা না বলাই ভালো। 

বিজ্ঞাপন

তিরি আরও বলেন, আপনাদের কথা দিচ্ছি, আকিরা যদি অভিনয়ে আসার সিদ্ধান্ত নেয়, সে খবর আমিই জানাব।

বিজ্ঞাপন

রেনু দেশাই আরও বলেন, প্যারিসে ছুটি কাটানো শেষে আমেরিকার ফিল্ম স্কুলে পড়তে যাচ্ছে আকিরা। সেখানে মিউজিক এবং ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করবে। সে কোনো অ্যাক্টিং স্কুলে যোগ দিচ্ছে না। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, প্রথম সংসার ভাঙার পর অভিনেত্রী রেনু দেশাইকে বিয়ে করেন পবন কল্যাণ। এ দম্পতির পুত্র আকিরা। ২০১২ সালে রেনুর সঙ্গেও বিবাহবিচ্ছেদ ঘটে পবনের।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |