ঢাকা

আমার সুগার ড্যাডির দরকার নেই : প্রিয়ন্তী (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩ , ০৬:১১ পিএম


loading/img

অভিনয়ের স্বপ্ন মাথায় নিয়ে ঢাকাই চলচ্চিত্রে আবির্ভূত হন প্রিয়ন্তী উর্বী। ২০১৯ সালে মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা এই অভিনেত্রী বেশ কয়েকটি বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করে পরিচিতি লাভ করেন। এরপর নিয়মিত সুযোগ পান সিনেমায় অভিনয় করার। 

বিজ্ঞাপন

গত ২৯ আগস্ট একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘অপলাপ’। এতে নেতিবাচক চরিত্রে দেখা গেছে তাকে। ইতোমধ্যেই বেশ আলোচিত হয়েছেন এই চরিত্রে অভিনয় করে। তবে অভিনয়ে যেমন সরব, ঠিক তেমনি ব্যক্তিজীবন ঘিরেও রয়েছেন আলোচনায়।  

গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন প্রিয়ন্তী। তিনি বলেন, আমার বাবার অনেক টাকা, তাই আমার সুগার ডেডির দরকার নেই। হয়তো এই মিডিয়াতেই অনেকেরই আছে, আবার কারও নেই। আমি কাজ করি, বাসায় যাই, বাবা-মায়ের সঙ্গে থাকি, ঘুমাই, ঘুম থেকে উঠি কাজ করি, ওয়ার্কআউট করি, এটাই আমার লাইফ।   

বিজ্ঞাপন

অভিনেত্রী আরও বলেন, আমার এই লাইফে নতুন করে কেউ এসে কিছু করবে সেটা আমি চাই না, কখনও ভাবিও না। বললাম না, আমার আব্বুর অনেক টাকা, আমার কী দরকার। আমার টাকা-পয়সা, বাড়ি-গাড়ি লাগবে না। আমি যদি দুই টাকা ইনকাম করি, তাতেই খুশি। তবে ভদ্র এবং ভালো মানুষ লাগবে। ছেলে বেকার হলেও সমস্যা নেই, আমি আছি না। 

২০২০ সালের শেষ ভাগে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এ পর্যন্ত ২০টির বেশি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান। 

অন্যদিকে, ওটিটিতে অভিনয় করে আলোচনায় ছিলেন অ্যানথোলজি সিনেমা ‘কোথায় পালাবে বলো রূপবান’। এরপর ‘ক্যাফে ডিজায়ার’, ‘ইন্টার্নশিপ’ ওয়েব সিরিজেও পাওয়া গেছে তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে।

বিজ্ঞাপন

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |