ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

যে কারণে এফডিসিতে নেওয়া হলো না নির্মাতা সোহানের মরদেহ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৫৭ এএম


loading/img

প্রিয় কর্মস্থলে আর ফেরা হবে না ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহানের। বুধবার (১৩ সেপ্টেম্বর) না ফেরার দেশে চলে গেছেন তিনি। সাধারণত চলচ্চিত্র অঙ্গনের কেউ মারা গেলে এফডিসিতে নেওয়া হয় মরদেহ। সেখানে প্রিয় সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানান চিত্রজগতের সংশ্লিষ্টরা। 

বিজ্ঞাপন

দীর্ঘদিন এফডিসিতে নেতৃত্ব দিয়েছেন সোহানুর রহমান। কিন্তু আজ তিনি না ফেরার দেশে।  মরদেহ এফডিসিতে নিতে রাজি নন নির্মাতার তিন কন্যা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে পরিচালক কাজী হায়াতের মাধ্যমে সোহানের বড় মেয়ে এই বার্তা পাঠিয়েছেন। ফলে শেষবারের মতো প্রিয় কর্মস্থলে আর যাওয়া হচ্ছে না গুণী এই নির্মাতার। 

বিজ্ঞাপন

এ দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, ইসলামিক রীতি অনুসারে নির্মাতা সোহানের পরিবার তাড়াতাড়ি মরদেহ দাফন করতে চান। তাই বুধবার রাতেই নির্মাতার মরদেহ তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়।  

এ দিকে নির্মাতার মৃত্যুর একদিন আগেই মারা যান তার স্ত্রী প্রিয়া রহমান। তবে মৃত্যুর আগে  স্ত্রীর কবরের পাশেই তাকে সমাহিত করার ইচ্ছা পোষণ করে গেছেন সোহানুর রহমান। সে অনুযায়ী স্ত্রীর কবরের পাশেই শায়িত হবেন তিনি।    

প্রসঙ্গত, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান  সোহানুর রহমান স্ত্রী। সেই শোক না কাটতেই তিনিও চলে গেলেন ওপারে। ঘুমের মধ্যেই সোহানুর রহমানের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |