এ প্রজন্মের জনপ্রিয় তারকা জিনাত সানু স্বাগতা। অভিনয়, উপস্থাপনার পাশাপাশি গানও করেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এই অভিনেত্রী। প্রয়োজনীয় কাজ শেষে কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবেন। এবার নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতা।
সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে স্বাগতা জানান, বছরের শেষে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে এখনই হবু বরের পরিচয় জানাতে রাজি নন তিনি।
স্বাগতা না জানালেও একাধিক সূত্রে স্বাগতার হবু স্বামীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম হাসান আজাদ। দুজনে একসঙ্গে গানও করছেন। এরই মধ্যে স্বাগতা-আজাদের কয়েকটি গান প্রকাশিত হয়েছে।
হবু স্বামী প্রসঙ্গে স্বাগতা বলেন, আমার কাছে মনে হয়েছে, যে মানুষটির সঙ্গে এখন আমি সম্পর্কে আছি, তার সঙ্গে আগামী দিনের পথচলা সহজ হবে। আমাদের বোঝাপড়াও ভালো। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।
তবে কাকে বিয়ে করছি, সময় হলেই সেটা সবাই জানতে পারবেন। সবার কাছে আমাদের জন্য শুভকামনা চাইছি।
এর আগে সাত বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৫ সালে চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতা। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়।
ছাড়াছাড়ি হলেও বিষয়টি অনেকদিন গোপন ছিল। বিচ্ছেদের বছরখানেক পর খবরটি প্রকাশ্যে আসে। পরে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিতদ্ধমে সে সময় গণমাধ্যমে স্বাগতা জানিয়েছিলেন, দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। তাই দুই পরিবার মিলে একটা পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়।
অভিনেত্রী আরও জানান, আমরা দুজন সম্পর্কটা এগিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছি। যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।
নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি না? এমন প্রশ্নের জবাবে স্বাগতা বলেন, কোনো মানুষই সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না। জীবন চলার পথে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। তবে এখনও তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়।
যদি কখনও ভালো লাগে, সম্পর্কে জড়াতেও পারি। আর যদি কাউকে ভালো না লাগে, তবে যেভাবে আছি, সেভাবেই জীবনটাকে এগিয়ে নেব।
গত বছর ওয়েব সিরিজ ‘কাইজার’র মাধ্যমে ওটিটিতেও অভিষেক হয়েছে স্বাগতার। সিরিজটিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন তিনি। সম্প্রতি ‘দেয়ালের দেশ’ ও ‘অসম্ভব’ নামের নতুন দুটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।