ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সৃজিত-মিথিলার বয়সের পার্থক্য নিয়ে আলোচনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ০২:৪৪ পিএম


loading/img

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে কাজ করছেন ওপার বাংলায়ও। শুধু কাজই নয়, সেখানে সংসারও পেতেছেন এই অভিনেত্রী। দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জিকে। 

বিজ্ঞাপন

তবে মাঝে মধ্যেই সৃজিত-মিথিলার বয়সের পার্থক্য নিয়ে ব্যাপক আলোচনা হয় নেটমাধ্যমে। শনিবার (২৩ সেপ্টেম্বর) মিথিলার স্বামী সৃজিতের ৪৬তম জন্মদিন। আর জন্মদিনেও রেহাই পেলেন না এই তারকা দম্পতি। ফের তাদের বয়সের পার্থক্য নিয়ে শুরু হয়েছে নেটিজেনদের আলোচনা-সমালোচনা।  

স্বামীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন মিথিলা। সেখানে সৃজিতের সঙ্গে একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন।’ সেখানে তাদের ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন এই নির্মাতাকে। তবে সৃজিত-মিথিলার বয়সের পার্থক্য নিয়েও মন্তব্য করেছে নেটিজেনরা।

বিজ্ঞাপন

কারণ সৃজিতের বয়স নিয়ে নানান কটূক্তি শুনতে হয়েছে মিথিলাকে। বয়স প্রসঙ্গে একবার সরাসরি স্বামীর কাছে প্রশ্ন রেখেছিলেন তিনি। এই অভিনেত্রীর উপস্থাপনায় ‘আমার আমি’ অনুষ্ঠানে হাজির হয়ে সেখানেই স্ত্রীর কথামতো নিজের আসল বয়স ফাঁস করেন এই নির্মাতা।   

সৃজিত বলেন, আমার পাকা দাড়ি দেখে বয়স পঞ্চাশোর্ধ ভাবার কারণ নেই। এর জন্য সম্পূর্ণরূপে আমার মা দায়ী। তার ২৫ বছর বয়স থেকেই চুল পাকতে শুরু করে। জিনগতভাবে সেটা আমার মধ্যেও রয়েছে। এতে আমার কোনো হাত নেই।

জানা গেছে, ১৯৭৭ সালের ২৩ শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সৃজিত। সে হিসেবে নির্মাতার বর্তমান বয়স ৪৬ পূর্ণ হয়ে ৪৭-এ পা রাখল। অন্যদিকে মিথিলার বর্তমান বয়স ৪০ বছর। সেই ধারাবাহিকতায় সৃজিত-মিথিলার  বয়সের পার্থক্য মাত্র ৬-৭ বছর।

বিজ্ঞাপন

যদিও সৃজিতের বয়স প্রসঙ্গে মিথিলা ওই শো-তে বলেছিলেন, ওর আসল বয়স ৬ কী সাড়ে ৬ বছর। আমার মেয়ে আইরার সঙ্গে যখন তাকে দেখি, তখন আমার কাছে এটাই মনে হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর সৃজিতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। বর্তমানে কাজের পাশাপাশি স্বামী ও মেয়ে আইরাকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন এই অভিনেত্রী।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |