ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বিশ্ববিদ্যালয় দিবসে জবি মাতাবেন জেমস

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ , ০৯:৫১ পিএম


loading/img
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চমক হিসেবে এবারে প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস।

বিজ্ঞাপন

বুধবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ জানান, প্রতি বছর ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়। সেদিন শুক্রবার হওয়ায় ১৯ অক্টোবর এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানান আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কনসার্টের আয়োজন থাকবে। কনসার্টে নগর বাউল জেমসকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |