ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

আরিফিন শুভর ভক্তদের জন্য দুঃসংবাদ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ , ০৩:৩১ পিএম


loading/img
আরিফিন শুভ

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তির পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর চরিত্রে শুভর অসাধারণ অভিনয় দেখে রীতিমতো মুগ্ধ ভক্ত-অনুরাগী থেকে চলচ্চিত্র অঙ্গনের সবাই। কিন্তু এর মধ্যেই ভক্তদের দুঃসংবাদ দিলেন আরিফিন শুভ। 

বিজ্ঞাপন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের এই দুঃসংবাদ দেন শুভ। আজ বিকেলেই নাকি অপারেশন হতে চলেছে এই নায়কের।

এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে হাসপাতালের বিছানায় চিকিৎসারত অবস্থায় একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন শুভ।

বিজ্ঞাপন

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, বছর খানেক ধরে পলিপাস সমস্যায় ভুগছিলাম। গত কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও মুজিব সিনেমার ব্যস্ততায় সেভাবে চিকিৎসা নেওয়ার সুযোগ হয়ে ওঠেনি।  

আরিফিন শুভর ফেসবুক থেকে নেওয়া

বিজ্ঞাপন

পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে, আজ বিকেলেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে। আগামী সপ্তাহেই আবার আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।

বিজ্ঞাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তি পেয়েছে শুক্রবার (১৩ অক্টোবর)। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মাণ করা হয়েছে সিনেমাটি। 

বিজ্ঞাপন

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। ৮৩ কোটি টাকা বাজেটের এই সিনেমার জন্য পারিশ্রমিক হিসেবে মাত্র ১ টাকা নিয়েছেন আরিফিন শুভ। 

সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস  আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |