ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

অভিনেতা ম্যাথু পেরি আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৯ অক্টোবর ২০২৩ , ০৯:৪৯ এএম


loading/img
ম্যাথু পেরি

মারা গেছেন আমেরিকার জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী ম্যাথু পেরি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৪। শনিবার (২৮ অক্টোবর) অভিনেতার নিজবাড়ি থেকে উদ্ধার করা হয় ম্যাথু পেরির মৃতদেহ।

বিজ্ঞাপন

জানা গেছে, অভিনেতার লস অ্যাঞ্জেলেসের বাড়ির বাথরুম থেকে মৃত অবস্থায় পাওয়া যায় ম্যাথুকে। তবে অভিনেতার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। কিন্তু তদন্তকারীদের দাবি, স্বাভাবিকভাবেই মৃত্যুই হয়েছে ম্যাথুর। 

নব্বইয়ের দশকে জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’র প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। আর সেই চরিত্রে অভিনয় করেই দর্শকের নজরে কাড়েন ম্যাথু। তার সংবেদনশীল কৌতুকাভিনয়ে ব্যাপক মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।

বিজ্ঞাপন

তবে পর্দায় কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকের মনোরঞ্জন করলেও ক্যামেরার নেপথ্যে কঠিন জীবন যাপন করতে হয়েছিল ম্যাথুকে। ব্যথার ওষুধ ও মদে আসক্ত ছিলেন এই অভিনেতা। এমনকি একাধিকবার রিহ্যাবেও যেতে হয়েছিল তাকে। জনসমক্ষে নিজের এই লড়াইয়ের কথা তুলে ধরেছিলেন এই তারকা।

১৯৮৭ সালে ‘বয়েজ উইল বি বয়েজ’-এ প্রথম অভিনয় করার সুযোগ পান তিনি। এরপর ‘ফ্রেন্ডস’-এ অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান এই অভিনেতা। এ ছাড়া সানসেট স্ট্রিপে টেলিভিশন সিরিজ ‘স্টুডিও ৬০’-এ অভিনয় করার পাশাপাশি, ‘পেরি ফুলস রাশ ইন’, ‘অলমোস্ট হিরোস’,  ‘দ্য হোল নাইন ইয়ার্ডস’, ‘দ্য হোল টেন ইয়ার্ডস’, ‘দ্য রন ক্লার্ক স্টোরি’ এবং ‘১৭ অ্যাগেইন’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

১৯৬৯ সালের ১৯ আগস্ট উইলিয়ামসটাউন, ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করেন ম্যাথু। তার মা সুজান মেরি মরিসন একজন কানাডিয়ান সাংবাদিক। যিনি কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। তার বাবা জন বেনেট পেরিও একজন আমেরিকান অভিনেতা এবং প্রাক্তন মডেল।  

বিজ্ঞাপন

সূত্র : সিএনএন  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |