ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

নভেম্বরেই ‘শ্যামা কাব্য’র মুক্তি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩ , ১১:২২ পিএম


loading/img
ইন্তেখাব দিনার ও নওরীন হাসান খান জেনি

জনপ্রিয় কাহিনিকার, নাটক ও চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদ সরকারি অনুদানে ‘গহীন বালুচর’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। আবারও অনুদানে নতুন সিনেমা ‘শ্যামা কাব্য’ নির্মাণ করেছেন তিনি।

বিজ্ঞাপন

নির্মাণের পাশাপাশি এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্যও সৌদের। জানা গেছে, শুক্রবার (২৪ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এরপর নতুন বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি।

জানা গেছে, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমায় অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। এ ছাড়াও রয়েছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ ও সেতু প্রমুখ।

বিজ্ঞাপন

‘শ্যামা কাব্য’ সিনেমার পোস্টার

২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিল এটি। পাশাপাশি প্রযোজক হিসেবে রয়েছে সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। চলতি বছরের শুরুতে সেন্সর ছাড়পত্র পায় এ সিনেমাটি।

প্রসঙ্গত, সম্প্রতি প্যারিসে আয়োজিত গঁজ সুর স্যেন চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকটি পুরস্কার জিতেছে সিনোটি। এরমধ্যে বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্র এবং সেরা সম্পাদনা, মোট চারটি বিভাগে পুরস্কার পায় ‘শ্যামা কাব্য’।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |