ঢাকারোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

বিপ্লব সাহার কণ্ঠে ‘ও আমার নন্দিনী’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৯ নভেম্বর ২০২৩ , ০৬:০২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

শিল্পের সব শাখাতে বিচরণ করেন দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা’র। এর আগেও তিনি গান গেয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি গানে কণ্ঠ দিলেন তিনি। ‘ও আমার নন্দিনী’ শিরোনামের নতুন এই গান নিয়ে ভক্তদের সামনে হাজির হয়েছেন এই সংগীতশিল্পী।

বিজ্ঞাপন

গানটির শুটিং করা হয়েছে বাংলার ভেনিস খ্যাত বরিশালের জনপ্রিয় কিছু জায়গায়। এছাড়াও কিছু দৃশ্য ধারণ করা হয়েছে কুয়াকাটায়। এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় গানটি মুক্তি পেয়েছে অনলাইন প্লাটফর্মগুলোতে।

গানটি প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, এই গান বাঙালিদের কাছে স্মৃতির প্রতীক যেন। সেই ভাবনা থেকেই গানটি কণ্ঠে তুলেছি। আমার বিশ্বাস, সংগীতটি ভালো লাগবে শ্রোতাদের।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন গীতিকার মনি জামান। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন ঋতিকা ইসলাম, রাসেদুর রহমান রাশেদ, আশরাফুল ইসলাম এবং সাবিহা রিংকু।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |