ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

প্রকাশ পেল নির্বাচনী গান ‘নৌকার পালে জয়ের বাতাস’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ , ০৫:৩৪ পিএম


loading/img
প্রকাশ পেলো নির্বাচনী গান ‘নৌকার পালে জয়ের বাতাস’

আর মাত্র কয়েক দিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে অংশগ্রহণকারী প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণার কাজও শুরু করে দিয়েছেন। এ উপলক্ষে গানের মাধ্যমে দেশের উন্নয়ন তুলে ধরে নির্বাচনী প্রচারণার জন্য ‘নৌকার পালে জয়ের বাতাস’ নামে নতুন গানের শুভমুক্তি ঘোষণা করল প্রযোজক প্রতিষ্ঠান ‘সেরা বাংলা’। 

বিজ্ঞাপন

বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ভিশন ২০২১ টাওয়ার-১ (সফটওয়্যার টেকনোলজি পার্ক) এর দ্বিতীয় তলার কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে গানটির উদ্বোধন ঘোষণা করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।  

জানা গেছে, জুলফিকার রাসেল কথায় কণ্ঠ দিয়েছেন মিলন মাহমুদ, মিজান রাজিব, অবন্তী সিঁথী, মীর মাসুম, নাশা ও মিরাজ। আর গানটির সুর ও সংগীত আয়োজনে ছিলেন মীর মাসুম এবং এটি প্রযোজনা করেছেন সেরা বাংলার ফাউন্ডার তৌহিদ হোসেন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম বলেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার জন্য এমন একটি গান উপহার দেওয়ায় সংশ্লিষ্ট সবাইকেই ধন্যবাদ জানাই। গানের কথা ও মিউজিক ভিডিও বেশ ভালো লেগেছে। 

গানটিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের চিত্র উঠে এসেছে। আশা করি দেশবাসীও গানটিকে ভীষণ পছন্দ করবে। আর আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় গানটি নতুন মাত্রা যোগ করবে।   

গানটির প্রযোজক তৌহিদ হোসেন বলেন, ‘নৌকার পালে জয়ের বাতাস’ গানটি নির্বাচনী প্রচারণায় আরেকটি নতুন সংযোজন। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় এই গানটি সারা দেশের আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি নির্বাচনী প্রচারণাকে করে তুলবে আরও উৎসবমুখর। মূলত, নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ আনতেই আমাদের এই গানের আয়োজন। 

বিজ্ঞাপন

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ঐতিহাসিকভাবে নির্বাচনী প্রচারণায় গান একটি গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচনী প্রচারণাকে উৎসবমুখর করতে নির্বাচনী গানের ব্যবহার এখন উল্লেখযোগ্য হারে বেড়েছে। আশা করছি প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগের প্রচারণায় নতুন গানের মাধ্যমে সরকারের সাফল্য ও উন্নয়নের কথা সারা দেশে ছড়িয়ে পড়বে।

বিজ্ঞাপন

এ দিকে গানটির শিল্পী ও কলাকুশলীরা ‘নৌকার পালে জয়ের বাতাস’ গানটিকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। তাদের ভাষ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় গানটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পাবে।  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |