ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

পর্দায় ফিরছেন সিমলা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ , ০৩:৫১ পিএম


loading/img
সিমলা

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা সিমলা। ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন নির্মিত ‘ম্যাডাম ফুলি’ সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। আর প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন সিমলা। 

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে রয়েছেন সিমলা। অবশেষে বিরতি ভেঙে নতুন বছরেই রুপালি পর্দায় ফিরছেন এই চিত্রনায়িকা।

সিনেমাটির নাম ‘আবেগ’। এটি নির্মাণ করবেন রাশেদ বিপ্লব। সিনেমায় সিমলার সঙ্গে জুটি বাঁধছেন অনিক রহমান অভি। আগামী ৯ জানুয়ারি থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হবে ‘আবেগ’র শুটিং। 

বিজ্ঞাপন

নতুন ছবি প্রসঙ্গে সিমলা বলেন, সিনেমাটি নিয়ে ইতোমধ্যে পরিচালকের সঙ্গে কথা চূড়ান্ত হয়ে গেছে আমার। পাণ্ডুলিপিতে সামান্য রদবদল করতে বলেছিলাম নির্মাতাকে, সেটাও তিনি করেছেন বলে শুনেছি।

চিত্রনায়িকা আরও বলেন, সব ঠিক থাকলে আগামী ৯ জানুয়ারি থেকে শুটিং করব আমি। গল্পটা স্যাড-রোমান্টিক। অনেক দিন হলো এই ধরনের সিনেমায় অভিনয় করা হয়নি। দুই ঈদের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি দেবেন বলে জানিয়েছেন পরিচালক।  

প্রসঙ্গত, সিমলা অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে— ‘ঠেকাও মাস্তান’, ‘গঙ্গাযাত্রা’, ‘রূপগাওয়াল’, ‘সমাধি’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘নিষিদ্ধ প্রেমের গল্প’, ‘নাইওর’।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |