• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

শুভশ্রীর অন্তরঙ্গ ছবি ভাইরাল, সমালোচনার ঝড়

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৪, ১৭:৫৬
সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী। সন্তান, সংসার নিয়ে বেশ ভালোই কাটছে তাদের সময়। তবে প্রায়ই তারা নানা কারণে সমালোচিত হন। বছর শেষে রাজের সঙ্গে এক ঘনিষ্ঠ ছবি পোস্ট করতেই শুভশ্রীকে নিয়ে হচ্ছে নিন্দে।

অন্য সবার মতো ২০২৩-এর শেষ দিনে পার্টিতে মেতে উঠেছিলেন তারা। সেখানে রাজের সঙ্গে লিপলক অর্থাৎ ঠোঁট-চুমুর এক ছবি দিয়েছেন শুভশ্রী। আর এরপরই শুরু হয়েছে সমালোচনা।

একজন লিখেছেন, সারাক্ষণ ধরে প্রমাণ দিতে চায় ওরা হ্যাপি কাপল। এসব ছবি তুলে পোস্ট করা বাস্তবে অসুখীদের কাজের ট্রেন্ড। আর একজন লিখেছেন, এত শো-অফের তো দরকার ছিল না। চুমু খেতেই পারেন, সবার সামনে এভাবে দেওয়ার কী দরকার?

এর আগেও চুম্বনের ছবি দিয়ে ট্রলড হয়েছেন তিনি। কটাক্ষ যে সেলেব জীবনের নিত্যসঙ্গী। আর এই কটাক্ষকে কবেই বা পাত্তা দিয়েছেন তারা?

প্রসঙ্গত, নভেম্বরের শেষ দিনে মা হয়েছেন শুভশ্রী। ঘরে এসেছে মেয়ে ইয়ালিনি। মা হওয়ার কিছুদিন পরেই বিদেশ থেকেও ঘুরে এসেছেন দুজনে। তারা বাঁচেন নিজের শর্তে। তাই এই ট্রল নিয়েও খুব একটা বিচলিত নন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খ্যাতনামা নির্মাতা সি বি জামান মারা গেছেন
চলে গেলেন নির্মাতা রাজা মিত্র
বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে ভালো নির্মাতা দরকার: সিয়াম
রণবীরের সঙ্গে মাহিরার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, যেভাবে সামাল দেন অভিনেত্রী