ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

শোয়েবের পরকীয়ায় ক্লান্ত সানিয়া!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ , ০১:০১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বিয়ের খবর দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ জানুয়ারি) সামাজিকমাধ্যমে নববধূর ছবি প্রকাশ করে জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

এরপর থেকেই আলোচনার তুঙ্গে সানিয়া-শোয়েব। এবার জানা গেছে, বিবাহিত জীবনে একাধিকবার পরকীয়ায় লিপ্ত হয়েছেন শোয়েব।

বিজ্ঞাপন

ওই প্রতিবেদনে বলা হয়েছে, শোয়েব মালিকের একের পর এক পরকীয়ায় ক্লান্ত সানিয়া মির্জা। তিনি নাকি অনেক বুঝিয়েও পথে আনতে পারেননি প্রাক্তন স্বামীকে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক একের পর এক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। সানিয়া একের পর এক তাকে বের করে নিয়ে এসেছেন। তবে এবার আর চেষ্টা করেননি। হাল ছেড়ে নিজেই সরে এসেছেন। মাস কয়েক আগে বিচ্ছেদ হয় তাদের। তারপরই অভিনেত্রী সানার সঙ্গে গাঁটছড়া বাঁধেন শোয়েব।

এদিকে তৃতীয় বিয়েতে শোয়েব পাশে পাননি নিজের পরিবারের সদস্যদের। তার বোন সানিয়াকে সমর্থন করে প্রকাশ্যে জানিয়েছেন তিনি তার ভাইয়ের কাণ্ডে বিরক্ত। অন্যদিকে সানিয়া ব্যক্তিগত জীবন সামনে আনার পক্ষে নন। বরাবরই তার কথাগুলো বিবৃতি আঁকারে তুলে ধরে তার পরিবার। এবারও তাই করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, সানিয়া কখনও ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনেননি। কারণ, তিনি পছন্দ করেন না। বর্তমানে এমন পরিস্থিতিতে কিছু না বললেও নয়। তাই তিনি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলেছেন।

বিজ্ঞাপন

আরও বলা হয়েছে, সানিয়া অত্যন্ত স্পর্শকাতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই তাকে নিয়ে, তার বিচ্ছেদ নিয়ে অযথা গুঞ্জন না রটানোই কাম্য। যাতে তার আগামী সুস্থ, সুন্দর থাকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |