ঢাকাWednesday, 28 May 2025, 14 Jyoishţho 1432

মন্দির ঝাড়ু দিয়েও কটাক্ষের মুখে কঙ্গনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ , ০৭:১৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সবসময় বিভিন্ন সময় বিতর্কীত মন্তব্যের কারণে শিরোনামে থাকেন। এবার তিনি মন্দিরের মেঝে ঝাড়ু দিয়ে আলোচনায় এলেন। 

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনা রানাওয়াত তার ইনস্টাগ্রামের স্টোরিতে একাধিক ছবি এবং ভিডিও পোস্ট করেন তার অযোধ্যা সফরের। সেখানে তাকে অযোধ্যার হনুমান গড়ি মন্দিরের মেঝে ঝাঁট দিতে দেখা যাচ্ছে। তার পরনে শাড়ি এবং সানগ্লাস। এই পোশাকেই তিনি সাধারণ একজন সেবায়তের মতো একটি জায়গা পরিষ্কার করেন মন্দিরের।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর কটাক্ষের মুখে পড়েছেন কঙ্গনা। একজন লিখেছেন, আশা করছি, মেঝের মতো তোমার মনটাও পরিষ্কার হবে।’ আরেকজন লিখেছেন, ‘চশমাটা খুলে নাও।’ অন্যজন লিখেছেন, ‘তোমার জন্য আরেকটি জাতীয় পুরস্কার অপেক্ষা করছে। আরেকজন লিখেছেন, যারা সেবা করে, তারা মন্দির ঝাড়ু দিয়ে ভিডিও বানায় না।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি।

‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |