ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বিয়ের ১০ মাস পর হানিমুনে তৌসিফ-পায়েল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৮ জানুয়ারি ২০২৪ , ০৪:৫৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ছোট পর্দার দুই পরিচিত মুখ তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। মাস দশেক আগেই মুক্তি পেয়েছিল এই জুটির বিশেষ নাটক ‘বউ বোঝে না’। মাসরিকুল আলমের এই নাটকটি এর মধ্যে প্রায় দুই কোটি ভিউ পেয়েছে শুধুমাত্র ইউটিউবের একটি চ্যানেলে। সোহাইল রহমানের চিত্রনাট্যে যেখানে দেখা গেছে দু’জন মানুষের বিয়ের গল্প আর একটি আজব স্বপ্ন।

বিজ্ঞাপন

এর দশ মাসের মাথায় ফের একই টিম হাজির হচ্ছে তাদের নতুন গল্প নিয়ে। ‘বউ বোঝে না-২’ নামের এই নাটকে দেখা যাবে বিয়ে পরবর্তী হানিমুনের গল্প।

বিজ্ঞাপন

নির্মাতা মাসরিকুল জানান, প্রথম গল্প থেকে দর্শকদের দারুণ সাড়া পাওয়ার সূত্র ধরে আবারও তারা একই পাত্র-পাত্রী নিয়ে নির্মাণ করেছেন নতুন গল্প। প্রত্যাশা করছেন, এবারও দর্শকরা মুগ্ধ হবে নতুন দম্পতির হানিমুন জটিলতা দেখে।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ‘বউ বোঝে না-২’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |