ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

গানের জগতে ফারিণ, সঙ্গী তাহসান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪ , ১০:০৮ এএম


loading/img
তাসনিয়া ফারিণ ও তাহসান খান

নাটক থেকে ওটিটি, ইতোমধ্যে এই দুই জায়গায় অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তাসনিয়া ফারিণ। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন ওপার বাংলাতেও। কয়েক দিন আগেই তার গাওয়া একটি গান ভাইরাল হয়েছিল। ফের গাইলেন তিনি, সঙ্গী হয়েছেন দেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান।  

বিজ্ঞাপন

একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন ফারিণ। গানের শিরোনাম ‘রঙে রঙে রঙিন হব’। কবির বকুলের কথায় গানটিতে অভিনেত্রীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তাহসান।

গানটির সুর-সংগীতের কাজ করেছেন ইমরান মাহমুদুল। মূলত দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ পর্বের জন্য গানটি তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে ফারিণ বলেন, ‘একদম হুট করেই গানটি করা। হঠাৎ আমার কাছে হানিফ সংকেত দাদার ফোন আসে। তিনি গানটির প্রস্তাব দেন। গানটির সুর-সংগীতে ইমরান আর সহশিল্পী হিসেবে তাহসান ভাইয়ের মতো তারকা।

সব মিলিয়ে মনে হয়েছে গানে আসার জন্য এটা সুন্দর সুযোগ। এভাবেই গানটি করা। আর রেকর্ডিং সেশন থেকে পুরো কাজটির অভিজ্ঞতাই দারুণ ছিল। আগামীতে অভিনয়ের পাশাপাশি পছন্দসই গানের কাজও চালিয়ে যাবেন বলে জানান ফারিণ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |