ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

৭০০তম পর্বে ‘এই রাত তোমার আমার’

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ১৫ মে ২০২৪ , ০২:১৩ পিএম


loading/img
ছবি : আরটিভি

আরটিভির জনপ্রিয় কালজয়ী গানের বৈঠকি আসর ‘এই রাত তোমার আমার’। ৭০০তম পর্বে পা রেখেছে স্যান্ডালিনা নিবেদিত এই সংগীতানুষ্ঠানটি। 

বিজ্ঞাপন

বুধবার (১৫ মে) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে প্রচার করা হবে সংগীতানুষ্ঠানটি। ইফতেখারুল ইসলাম টিটনের গ্রন্থনা ও গবেষণায় এটি প্রযোজনা করেছেন শাহরিয়ার ইসলাম।   

‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানে সংগীতশিল্পীরা

বিজ্ঞাপন

জানা গেছে, এই পর্বে গানে গানে শ্রোতা-দর্শকদের মাতাবেন শিল্পী সমরজিৎ রায় ও ঝিলিক। সংগীতানুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেস নিশি শ্রাবণী। 

২০১৭ সালে ২৩ মে প্রচারিত হয় ‘এই রাত তোমার আমার’ সংগীতানুষ্ঠানটির প্রথম পর্ব। শ্রদ্ধেয় শ্যামল মিত্রর সন্তান সৈকত মিত্র ও দেবলীনা সুর ছিলেন প্রথম পর্বের অতিথি।   

বর্তমানে ‘ইয়াং স্টার’-এর গায়িকা আনিতা আমীর লামী এবং বাংলার গায়েনের সংগীতশিল্পী নিশি শ্রাবণী এই অনুষ্ঠানের উপস্থাপনা করছেন।  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |