ঢাকা

রাজ সন্তানের মর্মই বোঝে না: পরীমণি

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ২৯ মে ২০২৪ , ০৬:৩২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

তারকা দম্পতি রাজ-পরীর বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর। বিচ্ছেদের পর থেকে তাদের দুজনার মুখ দেখাদেখিও বন্ধ। কিন্তু সম্প্রতি জানা গেলো, পরীর বাসায় গিয়েছেন রাজ। বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে মুখও খুলেছেন এই অভিনেত্রী। 

বিজ্ঞাপন

পরীমণি বলেন, ‘বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে সে (রাজ) আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় ছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। অনেকক্ষণই ছিল। এলে তো আর বের করে দিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়, হয়েছে। সন্তানকে ঘিরে কি বিচ্ছেদ বাবা-মায়ের দেখা-সাক্ষাৎ হয় না? কথা হয় না? সুন্দর সময় কাটে না? কিন্তু রাজের বিষয়টি ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয়নি। সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেয়নি। শখ করেও কোনো দিন খেলনা পর্যন্ত কিনে দেয়নি। আমার মনে হয়, রাজ সন্তানের মর্মই বোঝে না।’

বিজ্ঞাপন

এই অভিনেত্রী বলেন,  ‘কয়েক দিন তো দেখলাম। রাজ পুণ্যকে কোলে নিতে চাইলে ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন। অথচ আগে রাজ ছাড়া পুণ্য কিছুই বুঝত না। এটি রাজের জন্য নির্মম।’

প্রসঙ্গত, পরীমণি বর্তমানে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |