ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

ফেঁসে যাচ্ছেন ঋতুপর্ণা, অভিনেত্রীকে ইডির তলব

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ , ০১:৩৬ পিএম


loading/img
ঋতুপর্ণা

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জেরার মুখে পড়েছেন অনেক তারকাই। সেই তালিকায় আবারও যুক্ত হলো পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। অভিনেত্রীকে তলব করেছেন ইডি। এর আগেও অভিনেত্রীর ডাক পড়েছিল ইডিতে।   

বিজ্ঞাপন

জানা গেছে, দুর্নীতির মামলায় ফেঁসে যাচ্ছেন ঋতুপর্ণা। মূলত এ কারণেই তাকে ডেকে পাঠিয়েছেন সংস্থাটি। 

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৫ জুন ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে ঋতুপর্ণাকে।

বিজ্ঞাপন

যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি তিনি। নির্ধারিত তারিখে ইডির অফিসে হাজিরা দেবেন কি না, সেটাও স্পষ্ট নয়। কারণ বর্তমানে ‘অযোগ্য’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঋতুপর্ণা। 

জানা গেছে, ২০১৯ সালে রোজভ্যালি কাণ্ডে শুধু ঋতুপর্ণা সেনগুপ্ত নন, ডাক পড়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও। একসময় বেশ কিছু বাংলা চলচ্চিত্রে প্রযোজনা করেছিলেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু। 

সিনেমাগুলোতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা, প্রসেনজিৎসহ একাধিক শিল্পী। আর সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের খোঁজ নিতেই ইডির অফিসে গিয়েছিলেন তিনি। এখানেই শেষ নয়, অভিনেত্রীর সংস্থার সঙ্গে একটি চুক্তিও হয়েছিল রোজভ্যালি প্রতিষ্ঠানের।

বিজ্ঞাপন

সূত্র: হিন্দুস্থান টাইমস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |