ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ঈদে সামিনা চৌধুরীর নতুন গান

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ১০ জুন ২০২৪ , ০৬:০৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। আসন্ন পবিত্র ঈদুল আজহায় ফিরছেন ‘আবার যদি দেখা হয়ে যায়’ শিরোনামের নতুন গান নিয়ে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, কিছুটা বিরতি দিয়ে দারুণ একটি গানে কণ্ঠ দিলাম। স্মৃতিচারণ নিয়ে রাজু চৌধুরীর লেখা গানটি অসম্ভব ভাল লেগেছে। আশা করছি শ্রোতাদেরও গানটি ভাল লাগবে।

বিজ্ঞাপন

রাজু চৌধুরীর কথায় গানটির সুর করেছেন এহসান রাহী। সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন আল-মাসুদ।

সব ঠিক থাকলে মিউজিক প্রডাকশন লেবেল ‘শব্দ কারিগর’ এর চার বছর পূর্তি ও ঈদ উপলক্ষে গানটি প্রকাশিত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, চলতি বছর বেশ কয়েকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। সবশেষ গেয়েছেন রুখসানা পারভীন সুরমার কথা ও মুরাদ নূরের সুরে ‘মেঘবরষা’ গান। এর সংগীত করেছেন মুশফিক লিটু।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |