বর্ষা অনার্সে পড়ে। প্রবাসী নয়নের সাথে বিয়ের দুই বছরের মাথায় কলেজ বন্ধু তুষারের সাথে প্রেমে জড়িয়ে পরে সসে। আগ্রহ যদিও তুষারের ই বেশী ছিল। বর্ষাকে সারপ্রাইজ দিতে হুট করে বাড়িতে চলে আসে বর্ষা। একদিকে নয়নের ভালবাসা আরেকদিকে তুষার। কারো ভালবাসাকেই উপেক্ষা করতে পারে না বর্ষা।
১৫/২০ দিন নয়ন দেশে থাকবে তাই এই কয়দিন যেন তুষার ওকে ফোন না দেয় দেখা করার চেষ্টা না করে বর্ষা সেটাই বলে কিন্তু ভালবাসার মানুষকে আরেক জনের সাথে দেখতে দেখতে পাগল প্রায় হয়ে যেতে থাকে তুষার। এমনি একগল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘যে পাখি ঘর বোঝেনা’। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় নাটকটিটে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান ও তানিয়া বৃষ্টি।
নাটকটি নিয়ে ফারহান বলেন, ‘যে পাখি ঘর বোঝেনা’ নাটকের গল্পটা বাস্তবধর্মী। আশাকরি, দর্শকদের ঈদ আনন্দে এটি ভিন্ন মাত্রা যোগ করবে।
নাটকটি ঈদের দ্বিতীয় দিন বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচার হয়। পাশাপাশি শনিবার (২২ জুন) রাতে নাটকটি Rtv Drama ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হয়।