• ঢাকা শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
logo

ইউটিউবে বাংলা নাটকের ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘যে পাখি ঘর বোঝে না’

আরটিভি নিউজ

  ২৬ জুন ২০২৪, ২৩:২৭
ছবি : আরটিভি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আরটিভিতে প্রচারের পাশাপাশি ইউটিউবেও মুক্তি পায় ‘যে পাখি ঘর বোঝে না’ নাটকটি। আর মুক্তির পর এটি ব্যাপক সাড়া ফেলে। তারই অংশ হিসেবে মুশফিক আর ফারহান ও তানিয়া বৃষ্টি অভিনীত নাটকটি এই মুহূর্তে ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলা নাটক ক্যাটাগরির শীর্ষে অবস্থান করছে।

আলোচিত নাটকটির গল্পে দেখা যায়, বর্ষা অনার্সে পড়ে। প্রবাসী নয়নের সঙ্গে বিয়ের দুই বছরের মাথায় কলেজ বন্ধু তুষারের প্রেমে পড়ে সে। যদিও আগ্রহ তুষারেরই বেশি ছিল। বর্ষাকে সারপ্রাইজ দিতে হুট করে বাড়িতে চলে আসে তুষার। একদিকে নয়নের ভালোবাসা আরেক দিকে তুষার। কারও ভালোবাসাকেই উপেক্ষা করতে পারে না বর্ষা।

নয়ন ১৫-২০ দিন দেশে থাকবে। তাই এই কয়েক দিন তুষারকে ফোন করা কিংবা দেখা করা থেকে বিরত থাকতে বলে বর্ষা। কিন্তু ভালোবাসার মানুষকে আরেকজনের সঙ্গে দেখতে দেখতে প্রায় পাগল হয়ে যেতে থাকে তুষার।

প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় নাটকটিতে ফারহান-বৃষ্টি ছাড়াও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অর্ণব অন্তু, নব কুমার দত্ত, রায়হান মল্লিক প্রমুখ অভিনয় করেছেন।

নাটকের লিংক:

মন্তব্য করুন

  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ (২৯ জুন) যা দেখবেন
আরটিভিতে আজ (২৮ জুন) যা দেখবেন
আরটিভিতে আজ (২৭ জুন) যা দেখবেন
আরটিভিতে আজ (২৬ জুন) যা দেখবেন