ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

ছেলের মা হলেন হাসিন

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০৬ ডিসেম্বর ২০১৭ , ০৪:৪১ পিএম


loading/img

ছেলে সন্তানের মা হয়েছেন মডেল, অভিনেত্রী হাসিন রওশন জাহান। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে  গত ৩ ডিসেম্বর সকাল ৯টা ১০মিনিটে নবজাতকের জন্ম দেন হাসিন। ছেলের নাম রাখা হয়েছে উযায়ের মাইন।

বিজ্ঞাপন

হাসিন বলেন, মা হবার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। অন্যরকম ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে আমার জীবন পূর্ণ হলো। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।

২০১১ সালে ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় পরিচিতি পান হাসিন। ২০১২ সালে ব্যবসায়ী মারুফুল ইসলামের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বিয়ের পরে কিছুদিন মিডিয়ায় কাজ করলেও বিগত দুই বছর ধরে স্বামী, সংসার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

বিজ্ঞাপন

হাসিন অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকের মাঝে রয়েছে- তাহের শিপনের পরিচালনায় ‘আমাদের ছোট নদী, সকাল আহমেদের পরিচালনায় ‘সখা হে’, তন্ময় তানসেনের পরিচালনায় ‘নরম রোদের ওম’, রাজীবুল ইসলাম রাজীবের ‘নো ম্যানস ল্যান্ড’, দীপংকর দীপনের ‘গ্র্যান্ড মাস্টার’, জাহিদ হাসানের ‘উড়ামন’, এস এ হক অলিকের ‘সোনার সুতো’, কাফি বীরের ‘মেঘের ওপারে’।

আপাতত সংসার নিয়েই ব্যস্ত থাকতে চান বলে জানান হাসিন। তিনি বলেন, আপাতত মিডিয়ায় কাজ করছি না। এখন স্বামী, সংসার, সন্তান নিয়েই ব্যস্ত থাকতে চাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পিআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |