ঢাকাThursday, 29 May 2025, 15 Jyoishţho 1432

বগুড়ায় রথযাত্রায় ৫ জনের মৃত্যু, শাবনূরের শোক প্রকাশ

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ০৮ জুলাই ২০২৪ , ০৫:১৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নব্বই দশকের দাপুটে নায়িকা শাবনূর। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি; যা আজও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে। নতুন খবর হলো, বগুড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এই চিত্রনায়িকা গভীর শোক প্রকাশ করেছেন। 

বিজ্ঞাপন

সোমবার (৮ জুলাই) এক ফেসবুক স্ট্যাটাসে শাবনূর লিখেছেন, বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। চিত্রনায়িকার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা শোক প্রকাশ করেছেন।

নাজমুন বিথী নামে একজন লিখেছেন, দুঃখজনক।

বিজ্ঞাপন

গোপাল হালদার লিখেছেন, একজন শাবনূরের এরকম মহীয়সী মানসিকতাকে হাজার স্যালুট জানাই। 

কনক রায় লিখেছেন, খুবই দুঃখজনক ঘটনা। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সবাই যেন উপরে ভালো থাকেন।

বিজ্ঞাপন
Advertisement

মোহাম্মদ হারুন নামের আরেক ভক্ত লিখেছেন, গভীর শোক প্রকাশ করছি।

প্রসঙ্গত, রোববার (৭ জুলাই) ছিল সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। এদিন পূণ্য লাভের আশায় বগুড়ায় হাজারো ভক্ত জগন্নাথ দেবের রথের রশি টেনে নিয়ে মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। কিন্তু আনন্দের এই রথযাত্রা মুহূর্তেই পরিণত হয় শবযাত্রায়। রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়। আহত হন অনেকেই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |