• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নচিকেতার সঙ্গে দ্বৈতকণ্ঠে গান, আপ্লুত পিজিত 

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৬ জুলাই ২০২৪, ১০:৪৪
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী পিজিত মহাজন। ছোটবেলা থেকেই পছন্দ করেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর গান। এবার তার সুযোগ হলো, জীবনমুখী এই শিল্পীর সঙ্গে দ্বৈতকণ্ঠে গান গাওয়ার। আর এতে ভীষণ আপ্লুত পিজিত।

গণমাধ্যমকে তিনি বলেন, স্বপ্নের মানুষের সঙ্গে একই গানে কণ্ঠ দেওয়া, এখনও ঘোরের মধ্য আছি আমি। দাদা আর আমি স্টুডিওতে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিয়েছি। আমার গান শুনে তিনি বারবার প্রসংশা করেছেন। শুনে মনে হচ্ছে, আমার সংগীতজীবন সার্থক।

আমিরুল মোমেনীন মানিক এর কথা ও সুরে গানটির ‘মধ্যবিত্ত’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন নাদিম ভূইঁয়া। ভিডিও তৈরি করেছেন শেখ সাদী।

পিজিত মহাজন বলেন, মধ্যবিত্তরা এ সমাজে খুব অসহায়। তারা খেয়ে, না-খেয়ে হাসিমুখে বেঁচে থাকে। নচিকেতা দাদা যেহেতু জীবনমুখী গান গেয়ে জীবন কাটিয়েছেন, আমিও প্রতিনিয়ত চেষ্টা করব দাদার মতো সমাজের বিভিন্ন বিষয় নিয়ে গান করতে।

সব ঠিক থাকলে শিগগিরই গানটি পিজিত মহাজন অফিসিয়ালে প্রকাশিত হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মহানায়ক সম্মান’ নিয়ে সমালোচনা, যা বললেন নচিকেতা
নচিকেতার কনসার্ট স্থগিত, যা জানালো আয়োজক প্রতিষ্ঠান
ঢাকায় কনসার্ট, অংশ নেওয়ার ব্যাপারে যা বললেন নচিকেতা
‘মহানায়ক সম্মান’ পেলেন রচনা-নচিকেতা