কোটা আন্দোলন
সেই আবু সাঈদকে নিয়ে মুখ খুললেন সুবাহ
বর্তমানে কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশ। যেকোনো মূল্যেই কোটা সংস্কার চান শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ (২২) নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপরই ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।
আবু সাঈদের মৃত্যু নিয়ে চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ বুধবার (১৭ জুলাই) নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—
‘আবু সাঈদ আমার ভাই সে আমার দাদার দেশের মানুষ। বাড়ি পীরগঞ্জ রংপুর। তাকে তো মেরে ফেলা হয়েছে দেখেছেন সবাই। শুধু আমার না আপনারও ভাই।
আমি সুবাহ ১৯৭১ দেখিনি, কিন্তু আবু সাইদকে বীরের মতো শহীদ হতে দেখেছি। কথা হলো কে নেবে তার প্রতিশোধ, আপনি? আমি? আমরা!! হা হা হা কেউ না। আজ এত হইচই করছেন যারা তারাই কালকে নীরব হয়ে যাবেন।
সবাই ভুলে যাবে সবকিছু। বাংলাদেশে এক জিনিস বেশি দিন চলে না রে ভাই। অনেক কিছুই লিখতে চাই, কিন্তু আমরা তো গোলাম তাই চাইলেও লিখতে পারবেন না, মন খুলে উচিত কথা বলতে পারবে না। আগে বাক-স্বাধীনতার জন্য প্রতিবাদ করুন, তারপর না হয় অন্য কিছু।’
মন্তব্য করুন